বিনোদন ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ড প্রবাসী এই তারকা এরইমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছেন। তিনি মিস আয়ারল্যান্ড ২০১৪ এবং মিস আর্থ ২০১৬ বিজয়ী।
যুক্তরাজ্যের ‘টপ মডেল ২০২১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার তার হাত ধরেই বাংলাদেশে শুরু হচ্ছে ‘টপ মডেল’ প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। এ প্রতিযোগিতা বাংলাদেশে করার কথা কিভাবে মাথায় এলো? প্রিয়তি বলেন, আমি বাংলাদেশের মেয়ে। যেখানেই থাকি না কেন দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা সব সময় থাকে।
আমি নিজে ‘টপ মডেল ২০২১’ বিজয়ী। আমি বাংলাদেশের নারী ও পুরুষদের জন্য এই প্রতিযোগিতা নিয়ে আসছি। মূলত আমরা প্রতিযোগিতাটির লাইসেন্স নিয়েছি বাংলাদেশে করার। গর্ববোধ করছি এমন প্রতিযোগিতা নিজের দেশে করতে যাওয়ায়। আশা করছি খুব ভালো একটি কনটেষ্ট হবে। আপনার নিজের প্রত্যাশা কেমন এই প্রতিযোগিতা থেকে? উত্তরে প্রিয়তি বলেন, বিশ্বের কাছে মডেল হিসেবে এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরার বড় সুযোগ থাকছে। আমি মনে করি যারা যোগ্য রয়েছেন তারা সবাই এখানে অংশ নেয়ার চেষ্টা করবেন। আমি নিজেও অনেক এক্সাইটেড। প্রত্যাশা রাখছি খুব ভালো কিছু ছেলে মেয়ে এখান থেকে উঠে আসবে।
আর যারা বিজয়ী হবেন তারা লন্ডনে আসবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়ম কি থাকছে? এ তারকা বলেন, নিয়ম খুবই সহজ। ১৮ থেকে ২৯ বছর বয়সী নারী ও পুরুষেরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্দিষ্ট নিবন্ধন ফি’র বিনিময়ে ৫ বিভাগে তারা আবেদন করতে পারবেন। বিভাগগুলো হলো- পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নারী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯) এবং নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)। চূড়ান্ত বিজয়ী নারী বা পুরুষ চলতি বছরের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় লন্ডলের মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
প্রিয়তি আরও বলেন, ২০০৭ সাল থেকে লন্ডনে মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেল’ অনুষ্ঠিত হয়ে আসছে। গেলো বছরের ১৮ সেপ্টেম্বর রাতে লন্ডনের দ্য রয়েল হর্সগার্ডস হোটেল অ্যান্ড ওয়ান হোয়াইটহলে ‘টপ মডেল ২০২১’ এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম কোনো এশিয়ান মডেল (নারী) এবং আইরিশ মডেল হিসেবে বিজয়ের ট্রফি অর্জন করেন প্রিয়তি। এছাড়াও এই প্রতিযোগিতায় ফটোগ্রাফিক অ্যাওয়ার্ড, পার্সোনাল স্টাইল অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।