বিনোদন ডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার খবর রটে। মিডিয়াতে অবিবাহিত বলে পরিচিত বুবলীর মা হওয়ার গুঞ্জন বেশ রসালো গল্পের খোরাক যুগিয়েছিল সে সময়।
অনেকে বুবলীর সন্তানের বাবা হিসেবে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবের নাম টেনে এনেছিলেন। এতে করে কুমারী বুবলীর মা হওয়ার গল্পকে দিয়েছিল আলাদা টুইস্ট। সন্তান প্রসবের জন্য শাকিব ২৫ হাজার ডলার খরচ করে তাঁকে দেশের বাইরে পাঠিয়েছিল বলেও শোনা যাচ্ছিল সেসময়।
একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকারে নায়িকা বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে শাকিব খান বলেন, ‘যারা এ নিয়ে মাতামাতি করছেন, তারা গুজবটা ক্যাশ করতে চান, নিজেদের টিআরপি বাড়াতে চান। আমি যখন এটা নিয়ে কথা বলব, যারা গুজব রটাচ্ছেন তাদের পাত্তা দেওয়া হয়ে যাবে। সুতরাং যার যা ইচ্ছা, করতে থাকুক। দেখবেন, এক সময় আপনা-আপনি এই রটনা বন্ধ হয়ে গেছে।’।
ফেব্রুয়ারির শেষদিকে এ নিয়ে মুখ খুলেন বুবলী। তিনি তার গর্ভবতী হওয়ার খবরটিকে মিথ্যে ও বানোয়াট বলে দাবি করেন। সন্তান প্রসব করতে বিদেশ যাওয়ার খবরকেও একজন নারী হিসেবে নিজের জন্য বিব্রতকর বলে দাবি করেন। শাকিব খানও গণমাধ্যমে বলার চেষ্টা করেছেন বুবলী তার স্ত্রী বা প্রেমিকা কোনোটাই নয়। তারা জাস্ট ফ্রেন্ড।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলছে সরকার। এমনি অসময়ে নায়িকা বুবলী আজ ১০ এপ্রিল দেখা দিয়েছে। তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবির সময় ও লোকেশন সম্পর্কে কিছু জানাননি। সেখানে একাই দেখা গেল বুবলীকে।
ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘নতুন পৃথিবীর অপেক্ষায় আছি যেখানে নিরাপদে বাঁচা যাবে, হাসা যাবে। হে সর্বশক্তিমান আল্লাহ, একমাত্র তুমিই পারো আমাদের সবাইকে রক্ষা করতে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।