বিনোদন ডেস্ক: সারোগেসি হচ্ছে একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতি। ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে নারীদেহ হতে ডিম্বাণু ও পুরুষ দেহ হতে শুক্রাণু দেহের বাইরে টেস্টটিউবে নিষিক্ত করে তা সারোগেট নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতিতে সন্তান গ্রহণ করেছেন যারা-
করণ জোহর
যমজ সন্তানের সিঙ্গেল পিতা বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহর৷ একটি ছেলে, একটি মেয়ে৷ ছেলের নাম রেখেছেন বাবার নামের সঙ্গে মিলিয়ে যশ আর মেয়ের নাম মায়ের নাম হিরুর উল্টো করে রুহি৷ হিন্দি ছবি কুছ কুছ হোতা হ্যায়, ইয়ে দিল হ্যায় মুশকিল-এর মতো ফিল্মের প্রযোজক-পরিচালক সিঙ্গল ফাদার হতে পারার আনন্দে, আবেগে উচ্ছ্বসিত।
তুষার কাপুর
বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র’র ছেলে তুষার কাপুর । তিনিও বিয়ে না করেই বাবা হয়েছেন৷ প্রস্তাবিত আইনে ‘সারোগেট মাদার’-এর সহায়তায় ‘সিঙ্গেল ফাদার’ হওয়াও অবৈধ। কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগেই।
শাহরুখ খান
‘বলিউড কিং’ শাহরুখ খান আর তার স্ত্রী গৌরী খানের দুই সন্তান ছিল। তারপর ২০১৩ সালে তারা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন। সেই সন্তানের নাম আবরাম। বর্তমানে ভারতের আইন অনুযায়ী, সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতির সারোগেট মাদারের মাধ্যমে সন্তান নেয়া প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ।
আমির খান
আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম। আগের স্ত্রীর ঘরে তার দুই সন্তান আছে। কিন্তু দ্বিতীয় স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন সারোগেসির মাধ্যমে। তাদের ‘সারোগেট চাইল্ড’-এর নাম আজাদ৷
২০০০ সালে সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন৷ তার আগেও তার দুই সন্তান ছিল৷ স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা৷
সূত্র : ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।