শরীয়তপুরের সদর উপজেলায় সানজিদা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পালং থানা পুলিশ।
নিহত সানজিদা উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর এলাকার মো. পাবেল হাওলাদারের মেয়ে ও আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, তার মা সানজিদার পরীক্ষার টাকা জোগাড় করার জন্য তার এক আত্মীয়ার বাসায় ঢাকা যান। কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা জানি না। আমরা এখানে এসে দেখেছি ওড়না দিয়ে আড়ার সঙ্গে মরদেহ ঝুলে আছে। পরে পুলিশ এসে উদ্ধার করে।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, খবর পেয়ে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



