‘গাঁজা পাতা’ নয়, এটি পাটের নতুন জাত: মন্ত্রণালয়

‘গাঁজা পাতা’ নয়, এটি পাটের নতুন জাত: মন্ত্রণালয়

জুমবাংলা ডেস্ক: জাতীয় পাট দিবসের প্রচারে একটি পাতার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতাটিকে ‘গাঁজার পাতা’ দাবি করে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়। গতকাল সোমবার থেকেই বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এবার সেই পাতার ব্যাখ্যা দিল মন্ত্রণালয়। এবারও পাতাটিকে পাট পাতা দাবি করছে মন্ত্রণালয়। তাদের দাবি, ভাইরাল হওয়া ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার।

আজ মঙ্গলবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার গণমাধ্যমকে বলেন, ‘এই ছবিটি পাটের নতুন জাত মেস্তা পাতার। ওই পাটের পাতাটিই এমন।’

সোমবার (৬ মার্চ) ‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগানে জাতীয় পাট দিবস পালন হয়। ওই দিন রাজধানীর বিজয় সরণি মোড়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বসানো একটি ফেস্টুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেস্টুনটি বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সৌজন্যে বসানো হয়।

ভাইরাল হওয়া ফেস্টুনে দেখা যায়, পাটজাত পণ্যের সঙ্গে রয়েছে সবুজ পাতার ছবি। ওই পাতাটি পাট পাতা নয় বলে দাবি করেছেন অনেকে। আবার কেউ কেউ সেটিকে গাঁজা পাতা দাবি করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। এবার সেই পাতার ব্যাখ্যা পাওয়া গেল মন্ত্রণালয় থেকে।

মৃত্যুর এক বছর পর হাইকোর্টে ন্যায় বিচার পেলেন জিল হোসেন