হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে লিটন ভৌমিক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামাইছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন ভৌমিক ওই এলাকার মৃত আল্লাদ ভৌমিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা সেবন নিয়ে লিটনের সঙ্গে প্রতিবেশী ভিষুন রবিদাস (২৫) ও তার পরিবারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভিষুন দা দিয়ে লিটনের বুকের বাঁ পাশে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে কামাইছড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ভিষুন রবিদাস ও তার বাবা নারায়ণ রবিদাসকে আটক করা হয়। পাশাপাশি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।