গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পৌর এলাকায় মাস্কের অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে দুলু এন্ড সন্স দোকানের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।
আজ মঙ্গলবার (১০ মার্চ) এই জরিমানা করা হয়। এ বিষয়ে আব্দুস সালাম জানান, করোনাভাইরাসকে পুঁজি করে এক শ্রেণির ব্যাবস্যায়ীরা সিন্ডিকেট করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এর দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত লাভের পাঁয়তারা করছে। এসব অসাধু ব্যবস্যায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। যেখানেই অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার বিভিন্ন কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারিত করে দিয়েছে। নির্ধারিত দামের অতিরিক্ত দামে কোনও ব্যাক্তি বা প্রতিষ্ঠান মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার বিক্রয় করলে ভোক্তা অধিকারকে জানানোর অনুরোধ জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।