গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় দুলা মিয়া (৩৫) নামে এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের গুয়ারভিটা জলদির মোড় এলাকা সংলগ্ন লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলা মিয়া একই গ্রামের এমারত উল্লাহর ছেলে। দুলা মিয়া একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, দুলা মিয়া শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বিলে একাই মাছ ধরতে যায়। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। পরদিন সকালে বিলের পাশে লিচু বাগানে দুলামিয়ার মস্তক বিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, গুয়ারভিটা গ্রামে বিলের পাশে একটি লিচু বাগানে দুলা মিয়ার মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।