গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। তবে দুই উপজেলায় ভোট পড়েছে শতকরা ৪৫ ভাগের বেশি।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান এসব তথ্য জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ কোনও প্রার্থীই করেননি। স্ব-স্ব কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। এরপর রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা হবে।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী।
এছাড়া জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি নির্বাচন থেকে সরে গত ১৭ মার্চ নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।