বিনোদন ডেস্ক : শোবিজ ইন্ডাস্ট্রির বেস্ট জুটি বলা হতো তাহসান-মিথিলাকে। তবে সবার মন ভেঙে দুজনেই আলাদা হয়ে যান, ঘটে বিচ্ছেদ। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে আইরা তাহরিম খান। সব কিছুতেই যেন বাবা-মায়ের মতোই চৌকস সাড়ে ৫ বছর বয়সী এই মেয়ে। হয়ে উঠেছেন বেশ দুরন্ত।
সম্প্রতি বাবা তাহসানের সাথে ঘুরতে গিয়েছিল মেয়ে আইরা। বাবা-মেয়ে দুজনে মিলে বেশ মজা করেছেন। মেয়ে সুযোগ পেয়েই তার দুরন্তপনা দেখিয়েছে। ফাঁকা উন্মুক্ত মঞ্চ পেয়ে নাচ শুরু করে দেয় আইরা। কিন্তু বাবা একজন সঙ্গীতশিল্পী। মেয়ের নাচের সাথে গান না না থাকলে হয়? তাহসান গাইতে শুরু করলেন আর মেয়ে আইরা অনবদ্য নেচে গেল।
তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থির ছবির পাশপাশি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বাবা-মেয়ের গান নাচ উঠে এসেছে। তাহসান সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে লিখেছেন, আমরা আশা ও বাস্তবতা নিয়ে কথা বলেছি, আমি গেয়েছি তুমি নেচেছ। আমরা জীবনে ঢেঁকিকলের মতো যে উত্থান পতন ঘটে সেসব নিয়ে কথা বলেছি। আমি হেসেছি এবং তুমি চুমু দিয়েছ। ভালোবাসা সবসময় এমনই চারিদিক আবরণ দিয়ে ঘিরে রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।