বিনোদন ডেস্ক : গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন আলিয়া ভাট। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান সারা ফেলেছে নেটদুনিয়ায়। চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহু দিনের প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা এবার ধরা দিলেন ‘গাঙ্গুবাঈ’লুকে। আলিয়ার সেই চেনা সংলাপের সঙ্গে ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। আলিয়ার আদলে শাড়ি পরে মাটিতে বসে তৃণাকে বলতে দেখা গেল, জমিন পে বৈঠি বহত আচ্ছি লাগ রহি হ্যায় তু। আদত ডাল লে। কিউকি তেরি কুরসি তো গয়ি। এই সংলাপের সঙ্গেই ঠোঁট মেলাতে দেখা গেছে তৃণা সাহাকে।
মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন আলিয়া ভাট। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান সারা ফেলেছে নেটদুনিয়ায়। চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহু দিনের প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবির ট্রেলারেই নজর কেড়েছেন আলিয়া ভাট।
সেই সঙ্গে দর্শকদের প্রত্যাশাকেও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট। ট্রেলারের সংলাপ ও দৃশ্য রমিরমিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিল ভিডিওতে সেই সংলাপ দুরন্ত গতিতে চলছে।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা এবার ধরা দিলেন ‘গাঙ্গুবাঈ’ লুকে। আলিয়ার সেই চেনা সংলাপের সঙ্গে ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করলেন তৃণা সাহা। আলিয়ার আদলে শাড়ি পরে মাটিতে বসে তৃণাকে বলতে দেখা গেল, জমিন পে বৈঠি বহত আচ্ছি লাগ রহি হ্যায় তু। আদত ডাল লে। কিউকি তেরি কুরসি তো গয়ি। এই সংলাপের সঙ্গেই ঠোঁট মেলাতে দেখা গেছে তৃণা সাহাকে।
গাঙ্গুবাঈয়ের এই দৃশ্যে আলিয়াকে ধূমপান করতে দেখা গিয়েছে একবারে গাঙ্গুবাঈয়ের আদলে। সেটিকেও পুরোপুরি নকল করেছেন তৃণা সাহা। গাঙ্গু লুকে তৃণার ঝড়ে মুগ্ধ নেটপাড়া। তৃণার রিল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওতে বিশেষ চমকও দিয়েছেন সাইবারবাসী। তৃণার পোস্ট করা ভিডিওতে নজর কেড়েছেন অভিনেত্রীর পোষ্য মার্জার। মিষ্টি পোষ্যর অভিব্যক্তি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলতে বেশ সিদ্ধহস্ত সে। সকলেই ভালবাসা উজাড় করে দিয়েছেন।বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত কাপল হলেন নীল-তৃণা জুটি। রিল হোক কিংবা রিয়েল সর্বদাই নীল ও তৃণার জুটি নজর কাড়ে সকলের। সদ্যবিবাহিত নীল-তৃণার জীবনে এখন শুধু রোম্যান্স।
রিল লাইফে একসঙ্গে কাজ না করলেও সময় পেলেই কাপল গোল দিয়েই চলেছেন নীল ও তৃণা। টলিপাড়ার সুপারহিট জুটি রিয়েল লাইফের খুনসুটি দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা। বহু প্রতীক্ষার পর দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরিণতি পেয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে।
বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তৃণা সাহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।