Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গাঙ্গুলির জন্য ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল যাদের
    আন্তর্জাতিক ক্রিকেট (Cricket)

    গাঙ্গুলির জন্য ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল যাদের

    protikAugust 23, 20192 Mins Read
    Advertisement

    অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় যুবরাজ সিং, সোহাম্মদ কাইফ, জাহির খান, আশিস নেহরা, হরভজন সিং, মহেন্দ্র সিং ধোনির মতো বহু নাম উঠে এসেছে ভারতীয় ক্রিকেটে। কিন্তু হারিয়েও গিয়েছেন অনেকে। ২০০-র ওপরে ম্যাচে অধিনায়কত্ব করা ‘দাদা’-র স্নেহধন্যরা এখনও মুগ্ধ সৌরভে। তবে কিছু ক্রিকেটারের জন্য ‘দাদি’ হয়তো অতটা প্রিয় নয়।

    ওয়াসিম জাফর: প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯,১৪৭ রান করেছেন। রয়েছে ৫৭টি সেঞ্চুরিও। গড় ৫১.১৯।কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৩১টি টেস্ট। ২০০০ সালে অভিষেক ঘটলেও সে বছর খেলেন মাত্র দু’টি ম্যাচ। সে ভাবে দাগ কাটতে পারেননি তিনি।

    ২০০২ সালে সৌরভের নেতৃত্বে ফিরে আসেন তিনি। কিন্তু মাত্র পাঁচটি টেস্ট খেলেই আবার বাদ পড়েন। সৌরভের নেতৃত্বে আর ফেরা হয়নি। সেই নয়টি ইনিংসে করেছিলেন ২১৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত রান পেলেও এর পর উপেক্ষাই জুটেছে মুম্বাইয়ের এই ওপেনারের কপালে।

    দিনেশ কার্তিক: ২০০৪ সালে ১৯ বছর বয়সে অভিষেক ঘটে তামিলনাড়ুর এই উইকেটরক্ষকের। ঘরোয়া ক্রিকেটে প্রায় ১০ হাজার রান করলেও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ হেলায় নষ্ট করেছেন বার বার।

    সৌরভের সময় বহু উইকেটরক্ষক খেললেও কার্তিক খেলেছিলেন মাত্র দু’টি ওয়ানডে। বহু অধিনায়কের নেতৃত্বে খেলেছেন তিনি। কিন্তু সব চেয়ে কম সুযোগ পেয়েছিলেন সৌরভের ভারতীয় দলে।

    আকাশ চোপড়া: ভারতীয় ক্রিকেটে আরও এক ওপেনার যিনি এসেছেন আবার অল্প সময়ের মধ্যেই ফিরে গিয়েছেন আন্তর্জাতিক মঞ্চ থেকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬২টি ম্যাচে করেছেন ১০,৮৩৯ রান। গড় ৪৫.৩৫। কিন্তু টেস্ট খেলেছেন মাত্র ১০টি।

    সৌরভের সময়কালে খেলেছেন ছয়টি টেস্ট। রান করেছিলেন ২৬৪। ট্যাকনিকের দিক থেকে তিনি এগিয়ে থাকলেও সেভাবে রান পাননি। সৌরভের থেকে সেভাবে সাহায্যও পাননি। অন্য ওপেনার সহবাগ দাপিয়ে খেললেও তার সঙ্গী পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছিল ভারতকে।

    রমেশ পওয়ার: এখনকার ভারতীয় ক্রিকেটের ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে তো তিনি পারতেনই না, সেই সময়ের ফিটনেসের উপযোগীও ছিলেন না এই অফস্পিনার। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৩১টি উইকেট।

    সৌরভের অধিনায়কত্বে ২০০৪ সালে তার অভিষেক হলেও খেলেছিলেন মাত্র দু’টি ওয়ানডে। পাকিস্তানের বিরুদ্ধে সেই দুই ম্যাচে পাননি একটিও উইকেট। হরভজন-কুম্বলের মাঝে হারিয়েই যান তিনি। সৌরভ অন্য কোনও স্পিনারকে সুযোগও দেননি সেই সময়।

    সুনীল জোশী: প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬০ ম্যাচে নিয়েছেন ৬১৫টি উইকেট এবং করেছেন ৫১২৯ রান। বাঁহাতি এই কর্নাটক স্পিনারের ভারতীয় দলে অভিষেক ঘটে ১৯৯৬ সালে। খেলেছিলেন ১৫টি টেস্ট এবং ৬৯টি একদিনের ম্যাচ।

    তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় সৌরভের সময়ই। ২০০১ সালে তিনি শেষ বার ভারতের হয়ে খেলেন। তারপর ১০ বছর ঘরোয়া ক্রিকেট খেললেও জায়গা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪টি ম্যাচ খেলেছিলেন সৌরভের অধিনায়কত্বে, কিন্তু সেই ভাবে দাগ কাটতে ব্যর্থ হন। সৌরভ ভরসা রাখেন কুম্বলে-ভাজ্জিতেই।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ক্যারিয়ার cricket আন্তর্জাতিক ক্রিকেট গাঙ্গুলির? গিয়েছিল জন্য যাদের শেষ! হয়ে,
    Related Posts
    Rowson

    ব্রিটিশ মন্ত্রিসভা ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

    August 8, 2025
    বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

    ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ

    August 8, 2025
    US Visa

    যে ভিসার জন্য ১৫০০০ ডলার জামানত চাইতে পারে যুক্তরাষ্ট্র

    August 8, 2025
    সর্বশেষ খবর
    ইন্টেরিয়র ডিজাইনের আধুনিক ধারণা

    ইন্টেরিয়র ডিজাইনের আধুনিক ধারণা: বাড়ির রূপান্তর

    অল্প খরচে দেশের বাইরে ভ্রমণ

    অল্প খরচে দেশের বাইরে ভ্রমণ: সহজ উপায়

    শিশুর দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলার সহজ কৌশল

    শিশুর দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলার সহজ কৌশল

    স্টুডেন্টদের জন্য সময় ব্যবস্থাপনা

    স্টুডেন্টদের জন্য সময় ব্যবস্থাপনা: সফলতার মূলমন্ত্র!

    Vivo X100

    Vivo X100: শক্তিশালী ক্যামেরা ও ফিচারের ফোনে দুর্দান্ত অফার!

    ওয়েব সিরিজ

    খোলামেলা রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, একা দেখুন!

    Juhi Chawla

    ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা কত টাকার মালিক?

    শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

    সব সরকারকেই অভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে: শিল্প উপদেষ্টা

    ওয়েব সিরিজ

    ওটিটিতে রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, না দেখলে মিস করবেন!

    ঘাড়ের যন্ত্রণা

    ঘাড়ের যন্ত্রণা দূর হবে মূহূর্তের মধ্যে, রইল ঘরোয়া পদ্ধতি

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.