ঘন জঙ্গলের মাঝে গাছের উপর পড়ে থাকা বিমানকে ঘিরে শোরগোল

গাছের উপর পড়ে থাকা বিমান

আন্তর্জাতিক ডেস্ক : সবুজের মাঝে সাদা একটা বিন্দু। সেই ছবিটি বড় করতে করতে হঠাৎই সেই সবুজের ভিড়ে সাদা বিন্দুটি ক্রমে একটা আকার নিতে দেখা গেল। একটু স্পষ্ট হতেই বোঝা গেল সবুজে ঘেরা পাহাড়ের মাঝে পড়ে আছে একটি যাত্রিবাহী বিমান।
গাছের উপর পড়ে থাকা বিমান
গুগল মানচিত্রে ধরা পড়া সেই বিমান নিয়েই ক্রমশ রহস্য বাড়ছে। মানচিত্রে বিমানটির অবস্থান বলছে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের টাউনসভিল এবং কেয়ার্ন্স উপকূলের মাঝে। আর এই বিমানকে ঘিরেই কৌতূহল বাড়ছে গুগল মানচিত্র ব্যবহারকারীদের মধ্যে।

কোথা থেকে এল এই বিমান? এটি কি কোনও যাত্রিবাহী বিমান? কী ভাবেই বা ওখানে গেল? তা হলে কি দুর্ঘটনার মুখে পড়েছিল? জঙ্গলের মাঝে পড়ে থাকা ওই বিমান একসঙ্গে অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে। যদিও গুগল ছবিটি সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলেনি।

বিষয়টি নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে, কেয়ার্ন্স পোস্ট-কে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট অথরিটি ব্যুরো জানিয়েছে, কোনও বিমান নিখোঁজ হয়ে গিয়েছে, এমন কোনও খবর তাদের কাছে নেই। তা হলে?

১৩৯ কেজি ওজন বলে ছ্যাকা ‍দিলেন প্রেমিকা!৭০ কেজি কমালেন যুবক