জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে ছিনতাইকারী অপবাদ দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। এ অবস্থায় কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি মারছে। ঘটনাটি অনেকে মোবাইল ফোনে ধারণ করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, ‘ছিনতাইকারী বইলা এক ছেলেরে মারতে মারতে শহীদ মিনারে নিয়া আসা হয়। পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়। লাঠি, রড দিয়ে পেটানো হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।’
প্রায় সময়ই শহীদ মিনারে চোর, ছিনতাইকারী অভিযোগ তুলে মারধরের ঘটনা ঘটে বলে জানান এ চা দোকানি।
কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারির ঘটনাও শহীদ মিনারের রোজকার হয়ে গেছে বলে জানান আশেপাশের দোকানিরা। গত ৯ মার্চ শহীদ মিনারের পাশের ভাষা সৈনিক সড়কে তর্কের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।
নোয়াখালীতে বার্ষিক হাটবাজার ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২
যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, তারা দেরিতে খবর পেয়েছিলেন। ভুক্তভোগী যুবক ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।