Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি
আন্তর্জাতিক ডেস্ক
Bangladesh breaking news আন্তর্জাতিক

গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্কTarek HasanJuly 30, 20253 Mins Read
Advertisement

সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মার্চ মাসে ইসরাইল উপত্যকাটিতে পুরোপুরি অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলেও এখনও সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। বর্তমানে সেখানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি।

গাজায় দুর্ভিক্ষের

মঙ্গলবার (২৯ জুলাই) সংস্থাটি নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। এমন একসময় আইপিসি এ সতর্কতা জারি করল, যখন ক্ষুধার কারণে গাজায় দেড় শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এদের অধিকাংশই শিশু।

আইপিসি তাদের প্রতিবেদনে বলছে, জুলাইয়ের প্রথমার্ধে অপুষ্টির হার দ্রুত বেড়েছে। এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তীব্র অপুষ্টির কারণে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে ২০ হাজারের বেশি শিশু। এদের মধ্যে তিন হাজারের বেশি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলো থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষুধাজনিত মৃত্যুর খবর আসছে। গত ১৭ জুলাই থেকে অনাহারে ১৬ শিশু মারা গেছে।

এদিকে স্থানীয় সময় গত সোমবার (২৮ জুলাই) যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার অনেক মানুষ ক্ষুধার্ত। অনাহারে আছে। মানবিক ত্রাণ প্রবেশে ইসরায়েলের আরও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।

তিনি বলেন, গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

কিয়ার স্টার্মার বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। এ ছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ।

গত ২৪ জুলাই সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ জানান, তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

তিনি লেখেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক প্রতিশ্রুতি বজায় রেখে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমি এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটি ঘোষণা করব।

এদিকে নেদারল্যান্ডস ইসরায়েলের চরমপন্থী দুজন মন্ত্রীকে নিষিদ্ধ করেছে। ফলে তারা ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না। সহিংসতা উসকে দেওয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত সোমবার রাতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না।

কমতে শুরু করেছে তিস্তার পানি, নদীপাড়ে স্বস্তি

নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে এই দুজন মন্ত্রীকে সে দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাশাপাশি তাঁদের নাম শেনজেন অঞ্চলের অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘গাজায় ‘সবচেয়ে bangladesh, breaking Dutch ban on Israeli ministers Gaza blockade Israel Gaza ceasefire demand Gaza children death toll Gaza emergency relief Gaza famine update Gaza food security crisis Gaza humanitarian crisis Gaza Israel conflict 2025 Gaza malnutrition crisis Gaza starvation deaths Hamas vs Israel latest IPC Gaza report 2025 Israel war crimes news আন্তর্জাতিক ইসরায়েল গাজা বর্বরতা ইসরায়েলি মন্ত্রী নিষিদ্ধ কিয়ার স্টারমার ফিলিস্তিন খারাপ গাজা অবরোধ গাজা ত্রাণ সংকট গাজা দুর্ভিক্ষ ২০২৫ গাজা মানবিক বিপর্যয় গাজা যুদ্ধ ২০২৫ গাজায় খাদ্য ঘাটতি গাজায় খাদ্য সংকট গাজায় শিশুমৃত্যু জাতিসংঘ গাজা রিপোর্ট দুই রাষ্ট্র সমাধান দুর্ভিক্ষের নেদারল্যান্ডস ইসরায়েল নিষেধাজ্ঞা পরিস্থিতি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ফিলিস্তিন সংকট ফিলিস্তিনের স্বাধীনতা ফ্রান্স ফিলিস্তিন স্বীকৃতি ম্যাক্রোঁ ফিলিস্তিন ঘোষণা যুক্তরাজ্য ফিলিস্তিন স্বীকৃতি
Related Posts
বৈঠকে সিইসি

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

December 21, 2025
স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

December 21, 2025
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

December 21, 2025
Latest News
বৈঠকে সিইসি

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

সিইসির বৈঠক

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দুপুরে

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও আর্দ্রতায় ফের বেড়েছে শীতের দাপট

ডা. জুবাইদা রহমান

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সম্পদ অর্জনে নতুন মাইলফলক

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁল ৭৪৯ বিলিয়ন ডলার

৭টি হাতির মৃত্যু

আসামে ট্রেনের ধাক্কায় শাবকসহ ৭ হাতির মৃত্যু

আমিরাতে দেখা গেল পবিত্র রজবের চাঁদ

আরবে দেখা গেছে রজবের চাঁদ, শুরু রমজানের ক্ষণগণনা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.