আন্তর্জাতিক ডেস্ক : ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭-এ দাঁড়িয়েছে। ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গাজার দক্ষিণের হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না জানিয়ে আল-কুদরা আরো বলেছেন, ইসরায়েলি হামলায় এ পরযযন্ত ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে।
এ ছাড়া ৯৯ জন চিকিৎসাকর্মীকে ইসরায়েলি বাহিনী কঠোর অবস্থায় আটকে রেখেছে বলেও জানান আল-কুদরা। তিনি বলেন, আটককৃতদের মধ্যে আল-শিফা, আল-আদওয়া এবং কামাল আদওয়ান হাসপাতালের পরিচালকরা রয়েছেন।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার ফলে উপকূলীয় অঞ্চলটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রায় ২০ লাখ মানুষ ঘনবসতিপূর্ণ ছিটমহলের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
অন্যদিকে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।