আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। সেখানে সহিংসতা ও প্রাণহানি বন্ধ করতে যা যা প্রয়োজন সেটি করতে ইচ্ছুক প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশ। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সোমবার (২৩ অক্টোবর) বেইজিংয়ের বিশেষ দূত ঝাই জুন এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করছেন বেইজিংয়ের বিশেষ দূত ঝাই জুন। এ সময় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বড় আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ঝাই জুন বলেছেন, গাজার পরিস্থিতি খুবই ভয়ানক। গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান ও সংঘাত আশপাশের প্রতিবেশি দেশগুলোতেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সেটি হবে ভয়ঙ্কর।
জুন আরও বলেন, গাজার সংঘাত গভীরতর হওয়া ঠেকাতে যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং সংলাপ আয়োজনের মাধ্যমে সেখানে শান্তি পুনঃস্থাপনের জন্য ‘যা কিছু দরকার’ সেটি করতে ইচ্ছুক চীন।
চীনের বিশেষ দূত জুন গত শনিবার কায়রোতে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি বলেন, গাজায় পরিস্থিতি প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করবে বেইজিং।
সম্মেলনে জুন গাজায় অতিসত্বর যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, চীন বিশ্বাস করে সমস্যা সমাধানে শক্তিপ্রয়োগ কোনো সমাধান নয়। সংঘাত বন্ধে সংঘাত কখনই কাজে আসে না। তাতে শুধু প্রতিশোধের আগুনই বাড়ে।
গাজায় সংঘাত বন্ধের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যস্থতায় কায়রোতে ওই শান্তি সম্মেলন হয়েছে। সেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন।
গাজায় ইসরায়েলের স্থল অভিযান ও জাতিগত নির্মূল চেষ্টার আশঙ্কার মুখে মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।