‘দ্য পপুলার মুভমেন্ট ইন সাপোর্ট অব গাজা’ ঘোষণা করেছে, চলতি মাসের শেষের দিকে বিশ্বের ১০০ শহরে অনশন ধর্মঘট অনুষ্ঠিত হবে। এটি যুদ্ধবিধ্বস্ত ও ইসরায়েলের অবরোধে ক্ষতিগ্রস্ত গাজার জন্য আন্তর্জাতিক সমর্থনের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। ধর্মঘট ১৬ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানিয়েছে, গাজার শত শত মানুষ—যাদের মধ্যে অনেকে শিশু—অপুষ্টি ও ক্ষুধার কারণে এই আন্দোলন শুরু করেছে। ফিলিস্তিনি ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারি আহমেদ ঘোনেইম বলেন, জুলাই থেকে শুরু হওয়া অনশন আন্দোলন এখন বৈশ্বিক আকার ধারণ করেছে। বিশ্বের নানা প্রান্তে এই আন্দোলনের মধ্যে দিয়ে আওয়াজ উঠেছে, “আমরা সবাই গাজা, আমরা সবাই ফিলিস্তিন।”
১৬ সেপ্টেম্বর তারিখের নির্বাচনের কারণ হলো ১৯৮২ সালের সাবরা ও শাতিলা গণহত্যা। আর ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে।
দ্য প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মোস্তফা বারঘৌতি বলেন, অনশন ধর্মঘটের মাধ্যমে ইসরায়েলকে বার্তা দিতে চাওয়া হচ্ছে যে, ফিলিস্তিনি মুক্তিসংগ্রাম অব্যাহত থাকবে এবং বিজয় আসার আগে থামবে না। তিনি আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুন এবং সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ পরিহার করুন। তিনি বলেন, বয়কট ও নিষেধাজ্ঞাই ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে কার্যকর সমর্থন।সূত্র : দ্য নিউ আরব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



