আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে একটি যুদ্ধবিরতি এবং গাজায় আটক আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি নতুন প্রস্তাব রেখেছে মিসর। রবিবার (২৫ ডিসেম্বর) বেশ কয়েকটি হিব্রু মিডিয়াকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। এসময় তেল আবিব প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বা খসড়াটি নিয়ে আলোচনা করা যাবে না—এমন কোনও ইঙ্গিত দেয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এ পরিকল্পনা ৩টি ধাপে বিভক্ত। ২ সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ৪০ জিম্মিকে মুক্তি দিয়ে এ বিরতি শুরু হবে। দ্বিতীয় ধাপে, একটি টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি সরকার গঠন করা হবে এবং তৃতীয় ধাপে ইসরায়েলের কারাগারে বন্দিদের মুক্তি দেওয়া এবং গাজা থেকে আইডিএফকে প্রত্যাহার হবে।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা রবিবার (২৫ ডিসেম্বর) জানিয়েছে, এ বিরতির প্রথম ধাপে, সাত থেকে দশ দিনের মানবিক বিরতি দেওয়া হবে। এসময় ইসরায়েলি কারাগার থেকে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে সব বেসামরিক জিম্মিকে মুক্তি দেবে হামাস।
দ্বিতীয় পর্বে, সপ্তাহব্যাপী আরও ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে ইসরায়েলি নারী সেনাদের মুক্তি দেবে হামাস।
এক মাসব্যাপী স্থায়ী হবে তৃতীয় ধাপ। এসময় বাকি জিম্মিদের মুক্তির বিনিময়ে অসংখ্য ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়া হবে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েল সামরিক বাহিনী (আইপিএফ)-কে প্রত্যাহার এবং সব ধরনের বিমান কার্যক্রম স্থগিত করা হবে।
পরোক্ষ এ আলোচনা কাতারি এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে মিসরে অনুষ্ঠিত হবে।
একটি ইসরায়েলি সূত্রের বরাতে মারিভ সংবাদমাধ্য জানিয়েছে, মিসরের এ উদ্যোগটি আলোচনার দিকে যেতে পারে। এ প্রস্তাব নিয়ে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস।
গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণে প্রবেশ করে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে এ সময় প্রায় ২৪০ জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়। তাদের মধ্যে অধিকাংশই ছিল বেসামরিক। এরমধ্যে নভেম্বরে আগে সপ্তাহব্যাপী একটি যুদ্ধবিরতির আওতায় জিম্মিদের মধ্যে ১০৫ জনকে মুক্তি দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।