ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদ লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) ঘটানো এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করতে সক্ষম হয়েছে, আরেকটি রকেট খোলা এলাকায় আঘাত হানে। সৌভাগ্যবশত, কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ এপ্রিলের পর আশদোদ নগরীতে এ ধরনের হামলা প্রথমবার হয়েছে। একসময় গাজার রকেট হামলা দক্ষিণ ইসরায়েলের জন্য নিয়মিত ঘটনা হলেও, চলমান যুদ্ধে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন তা বিরল।
রকেট হামলার পরপরই আইডিএফ গাজা সিটিতে অভিযান জোরদার করেছে। তাদের দাবী গত ২৪ ঘণ্টায় তারা বহু ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে, যারা ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিল। গাজা সিটিতে তৃতীয় ডিভিশন—৩৬তম ডিভিশন—মাঠে নামিয়ে আরও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে, যাতে অভিযান আরও বিস্তৃত ও তীব্র হয়।
আইডিএফ জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং হামাসের অবশিষ্ট ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।