ইসরায়েলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লিখিত বার্তায় তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। যদি এই লক্ষ্য আপনার পছন্দ না হয়, তবে দয়া করে পদত্যাগ করুন।’
সোমবার এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, সেনাপ্রধানের উদ্দেশ্যে দেওয়া চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, ‘গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি যেসব এলাকায় হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে সন্দেহ, সেখানেও।’
তিনি আরও যোগ করেন, ‘যদি আপনি এই লক্ষ্য মেনে নিতে পারেন— দায়িত্ব পালন করুন, না হলে পদত্যাগ করুন।’
এর আগে চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। পদত্যাগের সময় তিনি বলেন, ‘হামাসকে পুরোপুরি ধ্বংস করাই ছিল গাজা অভিযানের লক্ষ্য। কিন্তু সেটি পূরণ না হওয়ায় আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি।’
হালেভির পদত্যাগের দুই মাস পর, মার্চে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।
এদিকে মঙ্গলবার সকালে নেতানিয়াহু তার মন্ত্রিসভার একটি জরুরি ও বর্ধিত বৈঠক ডেকেছেন। বৈঠকে মূল আলোচ্য বিষয়— গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির কৌশল।
https://inews.zoombangla.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be/
হামাসের প্রতিক্রিয়া
নেতানিয়াহুর বক্তব্যে গুরুত্ব না দেওয়ার ঘোষণা দিয়েছে গাজা শাসনকারী গোষ্ঠী হামাস। সংগঠনটির এক মুখপাত্র বলেন, ‘তার বক্তব্য নতুন কিছু নয়। নেতানিয়াহুর মূল লক্ষ্য যে গাজা দখল, তা আমরা আগেই জানি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।