জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের দ্রুত অবসান এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি রোধে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ কাজ করছে।
সোমবার জোটটির দুই সদস্য দেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এমন তথ্য জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। খবর রয়টার্সের।
ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে ফোনে কথা বলেছেন তাজানি। ফোনালাপে তিনি নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য অর্জনে গাজায় সংঘাতে জড়িত পক্ষগুলোর ওপর জি-৭ থেকে যৌথভাবে চাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
জি-৭-এর বর্তমান সভাপতি ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক পর্যায়ে দ্রুত একটি সমাধান খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে কাজ করছে জি-৭-এর সাত দেশ।
বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা সীমিত করা। আর দ্বিতীয়টি হলো গাজায় সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দিকে করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।
হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে প্রায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ শিশু ও নারী। আহত হয়েছেন আরও ৫৮ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলুক : ইতালির পররাষ্ট্রমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।