ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও অবরোধের কারণে মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। একই সময়ে ক্ষুধা ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৪,৭১৮ জনে পৌঁছেছে। শুধু গত একদিনে হাসপাতালে পৌঁছেছে ৭২ জনের মরদেহ, এবং আহত হয়েছেন ৩৫৫ জন। ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা বহু মৃতদেহ উদ্ধারকর্মীরা তুলতে পারছেন না।
ত্রাণ বিতরণকালে চলতে থাকা সহিংসতাতেও মৃত্যু ও আহতের ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে ৯ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। মে মাসের ৭৩ তারিখ থেকে ত্রাণ বিতরণকালে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২,৪৫৬ নিহত ও প্রায় ১৭,৯৪৮ আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের সাতজন অনাহারে মৃত্যুর মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন ৪১৩ জন, যার মধ্যে শিশু ১৪২ জন। জাতিসংঘের সহায়তায় গঠিত ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা IPC গাজাকে দুর্ভিক্ষাক্রান্ত অঞ্চল ঘোষণা করেছে, এবং এর এক মাসে অনাহারে মারা গেছেন ১৩০ জন, যাদের মধ্যে শিশু ৭৮ জন।
ইসরাইল চলতি বছরের মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে। এর ফলে প্রায় ২৪ লাখ মানুষ খাদ্য ঘাটতির সঙ্গে লড়ছে। ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলায় এ পর্যন্ত ১২,১৭০ জন নিহত এবং ৫১,৮১৮ জন আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।