নিজস্ব প্রতিবেদব, গাজীপুর : গাজীপুরে ধাওয়া করে রামপুরায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল- মামুন বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় জানায়, বুধবার বিকেলে গাজীপুরে নিয়মিত চেক পোস্ট চলাকালীন সময় একটি কাভার্ডভ্যান সন্দেহজনকভাবে দ্রুত গতিতে অতিক্রম করে। সিগন্যাল দিলে ঢাকার দিকে চলে যায়।
পরবর্তীতে র্যাব সদস্যরা কার্ভাডভ্যানের পেছলে ধাওয়া করে রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশী করে ৫০ কেজি গাঁজা এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার রামপুুরাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন, এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।