নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে শালবনের ভেতর থেকে মোহন আলী (৩২) নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কালামপুর এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারেনি পুলিশ।
নিহত মোহন সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার আংদারা এলাকার চাঁদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মোহন সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় বাসা ভাড়া থেকে আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ফলের ব্যবসা করতেন। তিনি ফল বিক্রির জন্য প্রতিদিনের মতো বুধবার (৪ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর এলাকায় শালবনের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলে ও মুখমন্ডলে রক্ত রয়েছে এবং মুখ দিয়ে বিষের দুগন্ধ বের হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতের মুখোমন্ডলে বিষাক্ত কিছুর দুর্গন্ধ পাওয়া গেছে। এছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও মুখমন্ডলে রক্ত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।