জুমবাংলা ডেস্ক: পঞ্চগড়ের উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হচ্ছে। এরপরে সেখান থেকে চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে নেওয়া হবে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার হরিপদ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ এপ্রিল ভারত থেকে কাঁটাতার পেরিয়ে নীলগাইটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। স্থানীয়রা আটক করে খবর দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে আনা হয়। ওই প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে এটিকে চিকিৎসা দিয়ে আমাদের বন বিভাগের একটি ঘরে রাখা হয়। চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে নীলগাইটি। আজ গাজীপুর সাফারি পার্ক থেকে একটি প্রতিনিধি দল নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে। তারা প্রথমে গাজীপুর ও পরে চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে উন্মুক্ত নীলগাইটি করবে।
এর আগে গত বুধবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরডাঙ্গা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার করে বন বিভাগ। পরে প্রাণিসম্পদ অফিসে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে নীলগাইটিকে পঞ্চগড় বন বিভাগে রাখা হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে তাকে হরিণ ভেবে শত শত মানুষ তাড়া করে। বিকেলে জয়ধরডাঙ্গা এলাকার পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় নীলগাইটি। পরে চারপাশ ঘিরে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা নীলগাইটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। পরে বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন নীলগাইটিকে নিয়ে এসে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।