জুমবাংলা ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ৪ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থান থেকে তারা আটক হন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
থানায় মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও তাদের নামে ওয়ারেন্ট ছিল।
পুলিশ জানায়, মোল্যা নজরুল ইসলাম রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন। শুক্রবার তাকে আটক করে ঢাকায় পাঠানো হয়। একই দিন তিনি ছাড়াও তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও আটক হন।
এরমধ্যে নীলফামারী থেকে আসাদুজ্জামান এবং রংপুর থেকে আটক হন আব্দুল মান্নান ও আবুল হাসনাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।