গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পরণে ছিল ছাই রঙের টি শার্ট এবং কালো ফুলপ্যান্ট।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই লেবু মিয়া জানান, কড্ডা এলাকার পাওয়ার প্লান্টের পাশ ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে রাত পৌণে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ ওইস্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে এসআই জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।