নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড (যমুনা গ্রুপ) শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কারখানা বন্ধের কারণে শ্রমিকদের মধ্যে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে কারখানার প্রধান গেটের সামনে এই বন্ধের নোটিশ টানানো হয়, যা শ্রমিকদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করেছে।
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত তিনদিন ধরে প্রায় ছয় হাজার শ্রমিক তাদের ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। তারা কারখানার প্রধান গেটে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেন এবং কাশিমপুর-আশুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের দাবির মধ্যে বেতন বৃদ্ধি, কর্মস্থলের পরিবেশ উন্নয়ন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান অন্তর্ভুক্ত ছিল।
কারখানার শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে আলোচনার পরও কোনো সমাধান আসেনি। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয়। শনিবার সকাল ৮টায় শ্রমিকরা কারখানায় এসে নোটিশ দেখতে পেয়ে হতাশা ব্যক্ত করে, এবং তারা যার যার বাসায় ফিরে যায়।
শ্রমিক নেতারা জানান, তারা তাদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাননি। এ অবস্থায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন, যদি কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো পূরণ না করে।
যমুনা ডেনিম গার্মেন্টসের শ্রমিক রোকসানা আক্তার বলেন, এই সময়ে কারখানা বন্ধ হয়ে গেলে আমরা কীভাবে চলব, তা ভাবতেই পারছি না। দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। ভাড়ার বাসা, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা-সবকিছুর খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু আয় নেই। আমরা যারা গার্মেন্টসে কাজ করি, তাদের সঞ্চয় বলতে কিছুই থাকে না। প্রতিদিন যা পাই, তা দিয়ে কোনো রকমে সংসার চালাই। এই পরিস্থিতিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে আমাদের অবস্থা কী হবে?
আরেক শ্রমিক আহমদ আলী বলেন, আমরা তো শুধুমাত্র আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম। আমরা দাবি করেছিলাম, দাবি আদায় হলে আমরা স্বাভাবিকভাবেই কাজ করব। তাই বলে তারা আমাদের দাবিগুলো উপেক্ষা করে কারখানা বন্ধ করে দেবে, এটা আমরা কখনোই আশা করিনি। এই সিদ্ধান্ত আমাদের খুব কষ্ট দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।