গাজীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

গাজীপুর

জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরের পশ্চিম চান্দরা হাজীবাড়ি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়। কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৪৮ জন ভাড়াটিয়া পরিবারকে ৫ হাজার করে ও দুইজন বাড়ির মালিককে ১০ হাজার করে ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা বেগম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমুখ। সূত্র: বাসস