নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় আগুনে এক ফার্নিচারের দোকান ও গুদামের মালামাল পুড়ে গেছে। বুধবার (২ ডিসেম্বর) ভোরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ এ তথ্য জানিয়েছেন।
ডিএডি মো. আব্দুল হামিদ জানান, নলজানী এলাকার গ্রামীণ উড ফার্নিচারের নামক দোকানে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো দোকান এবং সংলগ্ন গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভায়। ততক্ষণে দোকান ও গুদামে থাকা ফার্নিচারের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।