নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকির নামে মিথ্যা মামলার গুজব রটিয়েছে একটি চক্র। তবে এমন Ôগুজব’ সংবাদে স্থানীয় আ’লীগ ও গাজীপুর-৫ আসেন নৌকা প্রতীকের প্রার্থী বিব্রত। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি।
শুক্রবার (৫ জানুয়ারি) মেহের আফরোজ চুমকি এমপির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে তিনি প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি ফেসবুক পেজে বলেন, আমার নাম করে একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে, একটি গনমাধ্যমে পরবর্তীতে বিদ্বেষমূলকভাবে নির্বাচন কমিশনের নাম করে প্রচারও করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। নির্বাচন কমিশন থেকে মামলা করার কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের নাম নিয়ে এমন সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিশ্চিত পরাজয় জেনে প্রতিপক্ষ মিথ্যা গুজব ও অপপ্রচার করছে। হয়ত আরো এমন মিথ্যা অপপ্রচার গুজব ছড়াবে। আমার সাধারণ জনগন এবং নেতা কর্মীদের এসব গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি।
এ ব্যাপারে দুপুরে কথা হয় মেহের আফরোজ চুমকির সাথে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলার বিষয়টি সম্পূর্ণ গুজব। ভুল তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কেউ এসব করাচ্ছে। সকলের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি কেউ কোন গুজবে কান দিবেন না। আর কেউ কোন গুজব ছড়াবেন না। আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার সকলকে তা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহের আফরোজ চুমকি’র বিরুদ্ধে নয়, বরং তাঁর একজন নেতার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী আসনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
সহকারী রিটানিং কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কোন নির্দেশ দিয়েছে ইসি এ সংক্রান্ত কোন চিঠি আমরা পাইনি। এমনকি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসেও খোঁজ নিয়েছে এ ধরণের কোন চিঠি তারা পায়নি। তবে ওই প্রার্থীর একজন নেতার বিরুদ্ধে একটি নিদের্শনা রয়েছে।
এ ধরণের গুজবে প্রার্থী ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা আছে কি না? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে যদি আমরা লিখিত কোন অভিযোগ পাই, তাহলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম: শেষ সময়ে আ.লীগ নেতৃত্বের সমর্থনলাভে মরিয়া দলীয়-স্বতন্ত্র প্রার্থীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।