নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গলদাপাড়া সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ৩০০ শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার দেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে সেচ্ছাসেবী সংগঠনটি।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া নেয়ামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে গলদাপাড়া সমাজকল্যাণ সংঘের উদ্যোগ হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
গলদাপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পুলিশ সদস্য এনামুল হক, সমাজ সেবক লাল মিয়া ফকির, স্কুল শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক রাতুল মণ্ডল, মুফতি সাদিকুর রহমান, ইব্রাহিম খলিল, আজাহারুল ইসলাম বাচ্চু, মনিরুজ্জামান, আনিছুর রহমান, হিমেল, সাকিন মিয়া জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা সিএমপি’র চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ঈদ উপহার তুলে দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।