জুমবাংলা ডেস্ক : গাজীপুরে একদিনে ১৪৯ জন করোনারোগী শনাক্তের মধ্য দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ নিয়ে গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, গার্মেন্ট শ্রমিকসহ মোট আক্রান্তের সংখ্যা ২৫১১ জন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, সর্বশেষ ৫০১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরো ১৪৯ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলায় ১০১ জন, কালিয়াকৈর উপজেলায় ২৭ জন এবং শ্রীপুর উপজেলায় ২১ জন। নতুন ১৩ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৯৯ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ১৮৪৮১ জনের নমুনা পরীক্ষাশেষে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ২৫১১ জনের। আক্রান্তদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলায় এক হাজার ৫৮২ জন, কালিয়াকৈর উপজেলায় ৩০৯ জন, কালীগঞ্জ উপজেলায় ১৯৮ জন, কাপাসিয়া উপজেলায় ১৫৩ জন, শ্রীপুর উপজেলায় ২৬৯ জন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।