নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে একাধিক স্থানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশ ইন্সপেক্টর শহীদুল্লাহ জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকার ইন্টারম্যাক্স এবং স্টাইলক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। পরে ইন্টারম্যাক্স কারখানার কর্তৃপক্ষ ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তা মেনে নিয়ে ফিরে যায়। কিন্তু স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলেও শ্রমিকরা তা মেনে নেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
এদিকে, সকালে সিটি কর্পোরেশনের সালনা এলাকার শ্যামলী গামেন্টসের শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, মালিকপক্ষ ১৮ এপ্রিল বেতন পরিশোধে আশ্বাস দিলে শ্রমিকরা তা মেনে নিয়ে বাড়ি ফিরে যায়।
সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করে বিঅ্যান্ডআর ফ্যাশনের শ্রমিকরা করে বিক্ষোভ শুরু করে।
সাইনবোর্ড হাড়িকেন এলাকায় আসোকা পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। আলোচনা করে বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।