নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী রাজনৈতিক শক্তিকে আরও সংহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) শতাধিক নেতাকর্মী।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নবাগত নেতাকর্মীদের দলে স্বাগত জানান।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- গাজীপুর জেলা এনসিপির সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, জেলা সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এছাড়াও জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, হারুন অর রশিদ শিমুল, রাসেল মোড়ল, রাসেল মিয়া ও মুক্তা বিএনপিতে যোগ দেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ একাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে একত্রিত হন।
এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন-ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবিরসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, এই যোগদান বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


