নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সরকার নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে শ্রীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। বাজারে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভোক্তা হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনবিরোধী। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমান আদালতে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


