নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নতুন করে আরও ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৮৫ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৫১৮ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ৬২ জন, কালিয়াকৈর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন এবং কাপাসিয়া উপজেলায় ৬ জন।
প্রাপ্ত তথ্য অনুসারে, এ পর্যন্ত জেলার সর্বমোট ১৮ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮৫ জনের। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছেন ১ হাজার ৬৪৪ জন। এছাড়া কালিয়াকৈর উপজেলায় ৩১৩ জন, কালীগঞ্জ উপজেলায় ২০০ জন, শ্রীপুর উপজেলায় ২৬৯ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৫৯ জন রয়েছেন।
এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ৪০৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।