নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে এবং আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ্য হয়েছেন ১৭ জন।
নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৩৬২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৩৮৬ জন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২৯ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৩৭ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ২৫ জন, কালিয়াকৈর উপজেলায় ১১ জন এবং কালীগঞ্জ উপজেলায় এক জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ১৭ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা শেষে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজিটিভ হয়েছে দুই হাজার ৩৬২ জনের।
আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১৪৮১ জন, কালিয়াকৈর উপজেলায় ২৮২ জন, কালীগঞ্জ উপজেলায় ১৯৮ জন, শ্রীপুর উপজেলায় ২৪৮ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৫৩ জন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।