নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের পাঁচ উপজেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১ জনসহ এ পর্যন্ত জেলায় করোনা রোগী ৩ হাজার ১৪ জন। গাজীপুরে করোনায় মারা গেছেন ৩১ জন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৯ জন এবং কাপাসিয়া উপজেলায় ৩ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুরে এ পর্যন্ত ২১ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১ হাজার ৯২৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৬৩ জন, শ্রীপুর উপজেলায় ৩০৩ জন, কালীগঞ্জ উপজেলায় ২৪৫ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।