নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর বাসন নাওজোর এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহীর এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ জানুয়ারী) দুপুর পৌনে দুইটার দিকে ওই এলাকার রিয়াজ ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসেম (২২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাংশা গ্রামের আব্দুর করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেম দীর্ঘদিন যাবত নগরীর ১৩নং ওয়ার্ডের নাওজোর পূর্ব উত্তপাড়ায় জনৈক খালেকুজ্জামানের বাসায় ভাড়া থেকে ইসলামপুর রোড কড্ডা নন্দুন জে.কে স্পিনিং কটন এন্ড সিনথেটিক মিলস লি: এ সিনিয়র হেলপার হিসেবে কাজ করতো। দুপুরের খাবার শেষে বাইসাইকেলযোগে কারখানায় ফেরার পথে ভোগড়া বাইস-কোনাবাড়ী সড়কের নাওজোর এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, নাওজোর রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে ভোগড়া বাইপাসগামী সড়কে বাইসাইকেলটিকে কোনাবাড়ী দিকে দ্রুতগামীর একটি অজ্ঞাত কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত আবুল হাসেমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও চাকলকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানা পুলিশের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।