নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আশপাড়া ১নং সিএন্ডবি বাজার এলাকায় সাবলাইম গ্ৰিনটেক্স লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কারখানাটির দ্বিতীয় তলায় আইটি সেকশনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আগুনে কারখানাটির সার্ভার ও আইটি প্যানেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার একাধিক শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় তলায় হঠাৎ আইটি সেকশনে আগুন লাগার খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে যায়। কালো ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এ মুহূর্তে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।
গাজীপুরে দূষিত পানিতে ধান কাটার শ্রমিক সংকট, ফসল নষ্টের শঙ্কা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।