নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার জে এম ফেব্রিক্স কারখানার কাভার্ডভ্যানসহ কাপড় চুরির ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে জয়দেবপুর থানার সামনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের সেলিম মোল্লার ছেলে রুবেল (৩৪), শরীয়তপুর সদর উপজেলার চর কালিকা গ্রামের মৃত সমেদ মিয়ার ছেলে আবুল হোসেন (৪৭) এবং ডামুড্যা উপজেলার শিধলকুড়া গ্রামের মোহাম্মদ ইস্কান্দার আলীর ছেলে রাজু আহমেদ (৪৩)।
সংবাদ সম্মেলনে ওসি আব্দুল হালিম বলেন, ‘রবিবার বিকালে সদর উপজেলার ডগরী এলাকার জেএম ফেব্রিক্স কারখানা থেকে কাপড় নিয়ে পাশের ভবানীপুরের মোশারফ কম্পোজিট কারখানায় যাওয়ার সময় চালক রুবেল কাভার্ডভ্যানসহ উধাও হয়ে যান। সেইসঙ্গে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। চোর চক্রের কাছে চালক রুবেল, সহযোগী আবুল হোসেন ক্রেতা রাজু আহমেদের কাছে কারখানার কাপড় বিক্রি করেন। গোপন সংবাদে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঢাকার সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে চোরাই কাপড় বিক্রির ৪০ হাজার টাকা এবং ৯৯ রোল কাপড় উদ্ধার করা হয়। উদ্ধার কাপড়ের মূল্য ১৫ লাখ টাকা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।