নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় দিনমজুর কৃষকের কষ্টার্জিত টাকায় নির্মিত একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রহিম পালোয়ান স্থানীয় এক দরিদ্র কৃষক। তার অভিযোগ, গ্রামের প্রভাবশালী আসাদুজ্জামান ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নির্মাণাধীন বসতবাড়িটি ভেঙে দিয়েছেন। তিনি বলেন, “আমি তো গরিব কৃষক। ছেলেমেয়ে গার্মেন্টসে কাজ করে রক্ত পানি করে যে টাকা জমিয়েছে, সেই টাকা দিয়ে ঘর তুলছিলাম। আমি বাইরে গেলে আসাদ ৩০-৪০ জন লোক নিয়ে এসে মিস্ত্রিদের তাড়িয়ে দিয়ে ঘর গুঁড়িয়ে দেয়। ঘরের রড-সিমেন্ট পর্যন্ত লুটে নেয়।”
রহিমের ছেলে জানান, তারা গার্মেন্টস শ্রমিক হিসেবে দিনরাত পরিশ্রম করে অল্প কিছু জমিয়ে একটি ঘর নির্মাণ শুরু করেছিলেন। “কিন্তু চোখের সামনে আমাদের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া হলো,” বলেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একদল অজ্ঞাত লোক ধারালো অস্ত্র নিয়ে এলাকায় হঠাৎ হানা দেয়। আতঙ্কে আশপাশের মানুষ পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
অভিযুক্ত আসাদুজ্জামান অবশ্য ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ঘর না করতে বলেছি, তবে ভাঙচুর করিনি। কেন নিষেধ করেছি, তা তাকে জিজ্ঞাসা করলেই বুঝবেন।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।