Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৮ জন।
রোববার (২৯ মার্চ) সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
এছাড়া, গাজীপুরের বিভিন্ন গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হোম কোয়ারেন্টাইনে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৪১ জন।
এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ১৯০ জন, কালীগঞ্জ উপজেলায় ৫০জন, কালিয়াকৈর উপজেলায় ৮০ জন, কাপাসিয়া উপজেলায় ৪৭ জন এবং শ্রীপুর উপজেলায় ৭৪ জন।
জেলায় মোট কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ৫৪৩ জন। এরমধ্যে ৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং এক হাজার ৪৯৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।