গাজীপুরে গার্মেন্টস শ্রমিক নিয়োগে বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক নিয়োগে বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় গার্মেন্টস শ্রমিক নিয়োগে বৈষম্য নিরসনের দাবিতে চাকরি প্রত্যাশী শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক নিয়োগে বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার্স লিমিটেডের সামনে দুই শতাধিক শ্রমিক ‘চাকরি চাই, চাকরি চাই’ বলে বিক্ষোভ করেন।

এ সময় চাকরি প্রত্যাশী শ্রমিকরা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে বেলা ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল টিম ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গার্মেন্টস কারখানায় নতুন করে শ্রমিক নিয়োগ না হওয়ায় ঐ বিক্ষোভ হয় বলে জানা যায়।

টঙ্গীতে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য, আ’লীগ নেতাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা