জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে তিন জন দগ্ধ হয়েছেন।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- দক্ষিণ পানিশাইল এলাকার প্রবাল হাউজিংয়ের মালিক আব্দুর রশিদ, নাটোর জেলার বাসিন্দা ভাড়াটিয়া শরিফুল ইসলাম ও নওগাঁর বাসিন্দা তাহমিনা।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান জানান, স্থানীয় প্রবল হাউজিংয়ের ভাড়ায় বসবাস করেন পোশাক শ্রমিক সবুজ। কারখানা ছুটি থাকার সুবাদে তাদের রুমটি তালা বন্ধ করে গ্রামের বাড়ি চলে যায় সবুজের পরিবার। তালাবদ্ধ রুমের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে নির্গত হতে থাকে। এ সময় বাড়ির মালিক আব্দুর রশিদ ও দুই ভাড়াটিয়া রুমটি খুলে গ্যাস সিলিন্ডার বন্ধ করতে যান।
কিন্তু নির্গত গ্যাস পুরো রুমে ছড়িয়ে থাকায় অটো চুলা চালু করতেই গ্যাস থেকে হঠাৎ আগুন লেগে যায়।
এতে বাড়ির মালিক, ভাড়াটিয়াসহ তিন জন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।