নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণকারী কারখানাকে দেওয়া ‘গ্রিন অ্যাওয়ার্ড’ বাতিলের দাবিতে চারটি পরিবেশবাদী সংগঠন স্মারকলিপি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, শ্রীপুরের আলোচিত একটি শিল্পপ্রতিষ্ঠান ‘এক্স সিরামিক’ দীর্ঘদিন ধরে পরিবেশদূষণ ও নদী দখলের অভিযোগে অভিযুক্ত। অথচ এমন একটি প্রতিষ্ঠানের হাতে ‘গ্রিন অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া শুধু অনৈতিকই নয়, বরং এটি প্রকৃতি ও পরিবেশের প্রতি চরম অবমূল্যায়ন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গাজীপুর ও শ্রীপুরের বিশিষ্ট লেখক, পরিবেশ সচেতন নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং চারটি সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও শ্রীপুর সাহিত্য পরিষদ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
তারা বলেন, ‘পরিবেশ ধ্বংসকারীদের পুরস্কৃত করা মানেই প্রকৃতি ও আমাদের অস্তিত্বকে অপমান করা। নদী আমাদের জীবনরেখা। তাই এই অন্যায় সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।’
এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে ওই কারখানা আশপাশের পরিবেশ দূষণ, নদী দখল ও সামাজিক ভারসাম্য বিনষ্ট করে আসছে। অথচ সেটিকে পুরস্কৃত করা হয়েছে ‘পরিবেশবান্ধব’ আখ্যা দিয়ে। তাই তারা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষে দেওয়া স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।