নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় অন্তত ৩০০ ফুটের অধিক রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজ শুরু হলেও কখন নাগাদ শেষ হবে তা অনিশ্চিত।
ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দুটি ট্রেন এসে কাজ শুরু করেছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের লোক কাজ করছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনে থাকা বগিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করে ট্রেন দুটি কাছাকাছি নিয়ে আসা হবে। পরে লাইনচ্যুত বগিগুলো লাইনে উঠিয়ে উদ্ধারকারী ট্রেন টেনে নেবে। উদ্ধার অভিযানে রেলওয়ে প্রকৌশল বিভাগের শতাধিক কর্মী কাজ করছেন।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এখন উদ্ধার ও মেরামতের কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১
উল্লেখ্য, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত দিকে ট্রেন চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।