Advertisement
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় চলন্ত গাড়ির পেছনে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন চালকের সহকারী সানোয়ার হোসেন (৩০) । তিনি নাটোরের একঢালা মধ্যপাড়া গ্রামের জেহের আলী ছেলে।
শনিবার ভোর রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী (আমতলী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সূজন পন্ডিত জানান, ময়মনসিংহগামী ভুট্টা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের বাম পাশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালকের পাশে থাকা সহকারী (ট্রাকের হেলপার) সানোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
তিনিআরও বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।